থরথর কাঁপছিলো পা / সাইফ আলি

থরথর কাঁপছিলো পা
আর না,
কোনোদিন না;
এইবার ফিরে গেলে ঘরে
শুনবে না কারো কোনো কথা।

পরদিন বিকেলের শেষ,
পাখিদের মতো
সারাদিন পর
অভিমানী ছলছল চোখে
ঘরে ফেরা তার।
একই তার পণ-
আর না, কক্ষনো না।

পরদিন একই সেই পথ
অভিমানী চোখ,
সাবলীল পায়ে
ঘরে ফিরে আশা।

এভাবেই বহুদিন পর
দেখি তার উজ্জ্বল মুখ;
দৃঢ় পায়ে হাঁটছিলো আর
বলছিলো- এটাই জীবন।

আমি তাকে এভাবেই
মানুষের মাঝ থেকে
ক্রমাগত সরে যেতে দেখি।

২২.০২.২২