অনুকবিতা ৩৮ / সাইফ আলি

তবুও যখন তুমি আকাশের কাছে যেয়ে নীল হয়ে যাও
রঙিন মেঘের তাপে একা একা সন্ধ্যায় নিজেকে পোড়াও
আমি এক পথভোলা ছোট্ট রাখাল হয়ে তোমাতে হারাই,
বলো তুমি জল হও, মেঘ হও, রোদ হও কার ইশারায়?

১৬.০৩.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান