কি সুখে হেসেছো গো চাঁদ / সাইফ আলি

কি সুখে হেসেছো গো চাঁদ
মেঘেদের জানালা খুলে
তোমাকে এমন অসহায়
দেখিনি কখনো আগে।।

পাখিরা ফিরেছে ঘরে
হাহাকার সারা শহরে
জোছনায় পুড়েছে সবই
ভাবতেই এ প্রশ্ন জাগে-
কি সুখে হেসেছো গো চাঁদ
মেঘেদের জানালা খুলে!!

ওখানে তারার আসরে
তুমি কি গিয়েছো মরে?
তোমার সে স্নিগ্ধতা কই?
ভাবতেই কি অবাক লাগে-
কিভাবে হেরেছি আমি
হেরেছি নিজেরই ভুলে!

না হলে কিভাবে বলো
কি সুখে হেসেছো রাতে?
আহত হয়েছি আমি
বলো কোন শত্রুর আঘাতে?

মাঝে মাঝে কিছু ভুল দুজনকেই পোড়ায়

০৫.০৩.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান