সুখের মতো দুঃখ আসে / সাইফ আলি

সুখের মতো দুঃখ আসে
দুঃখের মতো সুখ,
কেমন কোরে চিনবো তোরে
অজস্র তোর মুখ।।
মনরে……
নাকি দৃষ্টিতেই অসুখ।

গোলাপ হয়ে ফুটলো যে ফুল
তার সুবাসে হসনি ব্যকুল
খুঁজে বেড়াস রাত বিরাতে
কোন সে কানের দুল।।
তুই কার পানে উম্মুখ?

খরায় জরায় মরলি শুধু
তোর যমুনা এমন ধুধু
দেখতে আমার ভাল্লাগে না;
এতেই কি তোর সুখ?

১৫.০৩.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান