আমরা এবং তোমরা / সাইফ আলি

আমরা যারা জন্মছিলাম ঘাসের উপর
তাদের দেখে বলতো হীরা লোকে
তোমরা যারা জন্ম নিলে তাশের উপর
তাদের দিকে সব জুয়াড়ি ঝোকে।

আমরা ছিলাম অল্প সময়, একটু পরেই হাওয়া;
‘এই পৃথিবী হাতের মুঠোয় থাক’ তোমাদের চাওয়া।

০৪.০৪.২২