কাব্যলতা / সায়ীদ আবুবকর

তোমাকে যমুনা বলি?
বলে না সে কথা।
তাহলে আনারকলি?
বলে না সে কথা।

তোমাকে আকাশ ডাকি?
বলে না সে কথা।
তাহলে বাবুইপাখি?
বলে না সে কথা।

তোমাকে চন্দনা কই?
কথা বলে না সে।
বঙ্গোপসাগর অথৈ?
কথা বলে না সে।

আমি ভাবনায় মরি,
কথা বলে না সে।
চোখে নামে বিভাবরী,-
কথা বলে না সে।

অবশেষে খোলে মুখ,
বলে এই কথা:
‘এ নামে আমার সুখ,
আমি কাব্যলতা।

তোমাকে জড়িয়ে আছি,
তোমার কাব্যকে;
এই নামে যেন বাঁচি
আর চেনে লোকে।’

৯.৩.২০১৬ সিরাজগঞ্জ