আমি পথ চিনি না / সাইফ আলি

আমি পথ চিনি না, একলা একা
আমার এ হাতটা ধরো
ভালোবাসা দিয়ে বুকেতে জড়িয়ে
আমাকে আপন করো।।

দুচোখে আমার হারানোর ভয়
দুহাত পেছনে মোড়া,
তুমি এনেছিলে সাজিয়ে তোমার
হৃদয় ফুলের তোড়া।।
আমি কি চেয়েছি ফেরাতে তোমাকে
নিজেকে প্রশ্ন করো।

কাজলে পরেছো রহস্যময়
দু’চোখে সাঁঝের মায়া
সে মায়ার জালে হারিয়ে ফেলেছি
আমিও আমার ছায়া!!
আমি যে তারায় পথ খুঁজে পাই
সে তারা কবুল করো।

২৫.০৫.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান