গাঙের পানিতে গোসল করিলে / সাইফ আলি

গাঙের পানিতে গোসল করিলে
ধুইয়া যাইতো যদি পাপ
লইয়া মনডারে হাজারবার চুবাইতাম
ক্যামনে হই আশরাফ।।

দয়ালের ঘরে যাই
তবু সে উছলায়
ক্যামনে বান্ধিবো মনেরে?
আটকাইবো ক্যামনে
ধরিবো ক্যামনে
বাতলাইতে পারে কোন জনে?
ক্যামনে হই নিষ্পাপ?

গায়েবের অধিকার
যার, স্মরি সেই খোদার-
তুমি আমারে কইরো মাফ।।

২৬.০৫.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান