তুমি চাইলে আমার বসত-ভিটে / সাইফ আলি

তুমি চাইলে আমার বসত-ভিটে
চাইলে টাকা কড়ি!
কেমন কোরে তোমার জন্য
এ মন-মহল গড়ি??

দেখলে না মন, শুনলে নাতো
ডাকছি কোন সুরে,
টালিখাতায় খুঁজতে গেলে
পরাণ বন্ধুরে!!
মিলেছে কি হিসেব তোমার
বলো তো পরী।

ভালোবাসা খুঁজতে গিয়ে
ক্ষোভ হতাশা সঙ্গে নিয়ে
এসেছো ফিরে,
তুমি কেবল স্বপ্ন দেখো
তোমাকেই ঘিরে।

কেউ কারো না অর্থ ছাড়া!
কিনেছো তাকে?
বুকের কাছে মাথা রেখে
জড়াবে যাকে।।
অর্থ দিয়ে যায় না কেনা
হৃদয়, সুন্দরী।

২৫.০৫.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান