দ্রাবিড় হৃদয় / সায়ীদ আবুবকর

যদি শুকনো পাতার মতো টুপ করে
ঝরে যাই আজ ভোরে,
নারকেলের পাতায় বসে জটলা করবে বুঝি কয়েকটি কাক
আর মেঘ ছুঁয়ে উড়ে যাবে দুধসাদা পাখি এক ঝাঁক।

কোথায় যে উড়ে যায় পাখি, কোথায় হারিয়ে যায় নদীর জোয়ার!
হায় বেদুইন, যে-উটের কুঁজো পিঠে হয়ে আছো নিশ্চিন্তে সোয়ার,
সে-উট থামবে কোন্ দিগন্তের পারে?
জীবন যে-সুর তোলে সারা দিন সেতারের তারে,

কে জানে কোথায় সেই সুর মিশে যায়-ঘোর লাগা সুর!
যেখানেই যাই যতদূর-
ফিরে আসে বাবরার দ্রাবিড় হৃদয়
যেখানে শিশিরে ভেজে রাতের বকুল আর সকালের লাল সূর্যোদয়।

১৫.৮. ২০০৮ রাজবাড়ি