মধ্যদিনে টিনের চালে / সায়ীদ আবুবকর

মধ্যদিনে টিনের চালে নামলো যখন বৃষ্টিরাশি
তোমার চোখে উঠলো নেচে কামবিজলির করুণ হাসি

তোমার দিকে চেয়ে আছি, চোখ ফেরানো যায় না মোটে
খরায় ফাঁটা মাঠের তৃষ্ণা ফুটে আছে তোমার ঠোঁটে

ফেঁটে যাওয়া ধানের জমি যেমন করে বৃষ্টি যাচে
তেমনি করে শরীর তোমার আমার দিকে চেয়ে আছে

মনে হলো আষাঢ হয়ে ঝরে পড়ি তোমার বুকে
দেই ডুবিয়ে জমিন তোমার কামথৈথৈ মধুর সুখে

কাতর তুমি উঠলে নড়ে, বললে, প্রিয়, কাছে আসো
মেঘের মতো কাছে এসে এবার একটু ভালোবাসো।

মধ্যদিনে টিনের চালে নামলো তুমুল বৃষ্টিরাশি
তুমি আমায় বললে, প্রিয়, আসো, একটু ভালোবাসি।

২৭.৩.২০১৬ সিরাজগঞ্জ