মর্ত্যলোক / সায়ীদ আবুবকর

দেখেছি ফুলের বন এইখানে- বারোমাস ফুল ফোটে,
এবং ধানের খেত- বারোমাস ফলে ধান,
আর ভরা মধুমাস, যেখানে পাখির ঠোঁটে
শুধু বসন্তের গান।

আমি যদি চলে যাই,
যাওয়ার আগে যেন বলে যাই:
এই মর্ত্যলোকে
যতটুকু দেখেছি দুচোখে,

দেখেছি দুঃখের চেয়ে সুখের প্রাচূর্য
আর সমুদয় অন্ধকারের উপর পূর্ণিমার ভরা চাঁদ
কিংবা দিবসের মহাসূর্য।

৫.১০.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ