শুধু অন্ধকারে সুখ-
রমণীর সুগন্ধি নরম অন্ধকারে
আর দুচোখ শীতল করা নিশীথের একঘর পিচঢালা অন্ধকারে।
আলোতে ঝলসে যায় চোখ।
সভ্যতার জমকালো তেজস্ক্রিয় রোদে তাকাতে পারি না কিছুতেই।
ফর্মালিনমাখা জ্ঞানের উত্তাপে পুড়ে যায় শুধু চোখের কর্নিয়া।
প্রিয়তমা, এবার তোমার দু-স্তনের মাঝখানে
নিবিড় নির্জন অথৈ অন্ধকারে বুজতে দাও চোখ-
দেখে নেই চোখ বুজে
হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রণয়-সঘন স্তব্ধ অন্ধকারপুরী।
শুধু অন্ধকারে সুখ।
শুধু অন্ধকারে ভালবাসা।
১১.১১.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান