তোমার শীতল চোখের তারায় / সাইফ আলি

তোমার শীতল চোখের তারায়
হারাই হারাই হারিয়ে যাই আমি
তোমার কাছে আমার সবই
অযথা কাজ অযথা পাগলামী।।

তোমার হাতেই থাকুক নাটাই
তবু আমি তোমাকে চাই
তুমি থেকো আমার পাশে
বিকেল বেলা সবুজ ঘাসে।
তোমার মুখে ফুটুক হাসি
সুখে থাকো ও প্রেয়সী তুমি…

তুমি ছাড়া প্রতিটি রাত
যেনো গভীর গভীর আঘাত
এপাশ ওপাশ কোরে কাটা
একা একা শহর হাাঁটা।
তোমার মুখে ফুটুক হাসি
সুখে থাকো ও প্রেয়সী তুমি…

০১/০৭/২২

এখানে আপনার মন্তব্য রেখে যান