কোথায় তোমার ঘর ছিলো গো / সাইফ আলি

কোথায় তোমার ঘর ছিলো গো
কোথায় তুমি যাও
সকাল থেকে দেখছি শুধু পথেরই গান গাও!
ও মুসাফির,
পথ কি তোমার ঠাঁই?
ছেড়েছেন তোমায় যিনি তাঁর হাতেই নাটাই।।

কি কথা বলছো তুমি, ভাবছো মনে মনে
কোন রঙে রঙিন হলে একা নির্জনে।।
ও মুসাফির ভেবেছো কি? পথ কি তোমার ঠাঁই?
ছেড়েছেন তোমায় যিনি তাঁর হাতেই নাটাই।

গরম শরীর শীতল হলে
ধরবে ঘিরে অন্ধকার
রাখবে না ছন্দ মনে
ও মুসাফির কেউ তোমার।।
মিটিয়ে ফিরতে হবে পথের দেনা, পথের দায়।

১০/০৮/২২

এখানে আপনার মন্তব্য রেখে যান