এলোমেলো মেঘ ওড়ো / সাইফ আলি

এলোমেলো মেঘ ওড়ো
যেদিকে ইচ্ছে যাও
তোমার তো নেই মানা;
আকাশ তোমার বাড়ি।

আমিও তোমার মতো
যদি পারতাম উড়ে যেতে;
যদি পিছু না ডাকতো আমার
এই শূন্য ভাতের হাঁড়ি!

২০/০৮/২২