খুব সকালে / সাইফ আলি

খুব সকালে…
ঘর হতে বেরিয়ে আমি বাগানে গিয়ে
যেই দাঁড়ালাম শুনতে পেলাম
বন্ধুরে তোর শিস,
সেই শিসে কি বিষ!
বুকের বা’পাশ ধড়ফড় করে
চাবায় অহর্নিশ।।

দুপুর বেলা রোদের খেলা
মন জারুলের বন,
বিকেল বেলা মিষ্টি সোনা
রোদ মাখা উঠোন।।
সে মন বিষে নীল হয়েছে
তোর শিসে কি বিষ!
বুকের বা’পাশ ধড়ফড় করে
চাবায় অহর্নিশ।

গোধূলিতে রঙ তুলিতে
রঙ ভরেছে কে,
বন্ধুরে তুই সন্ধ্যা হয়ে
সবটা মুছে দে।।
তা না করে ঝাউবনে ক্যান
জোনাক জ্বালাচ্ছিস!
বুকের বা’পাশ ধড়ফড় করে
চাবায় অহর্নিশ।

ঘুম আসে না, রাত যে গভীর,
পাশ ফিরি বার বার,
জানলা গলে জোছনা জানায়
চাঁদের সমাচার।।
বিরক্তিতে খেঁকিয়ে উঠি-
খবর এনেছিস?
বন্ধুর খবর দিতে যেনো
না হয় উনিশ বিশ।

২৪/০৮/২২

এখানে আপনার মন্তব্য রেখে যান