মেঘের কুণ্ডুলি কেউ যদি চূর্ণ করো
তাহলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মত প্রশ্নগুলো
ঝরে পড়বে। কেউ যদি শঙ্খের আর্তনাদে
মহাশূন্যে কান পাতো, তাহলে কারাবন্দির হাসির মতো
সব নির্মমতা ফাঁক করে দেবে।
পৃথিবীর হৃদপিণ্ডে ক্লেদের ট্রাক হামলে পড়েছে
নদী-নক্ষত্র দৌঁড়াচ্ছে কবিতার ছিন্নভিন্ন জনপদে
বিবেকের বৃক্ষটিতে অবিরাম কুঠারাঘাত
কেউ দেখে না !
কস্তুরিহরিণীটি শরাহত
তার যাতনামথিত পাশটিতে
কেউ এসে দাঁড়ালো কি?
রজনীগন্ধাগুলো ক্রমশ ঝিমিয়ে পড়ছে
হননমাতাল শ্বেতাঙ্গ ফুঁৎকারে। বাণিজ্যের জালে
গোল্ডেন ফিসের মতো শিকার হচ্ছে ভালোবাসা।
পুঁজিদেব ব্যাগ হাতে তারই কামনায়!
মৃত্যুর তামস নিয়ে চন্দ্রের নরোম দেহ ঘষছে বাদুড়
আর দীপ্তিমান সুন্দরের বুকে কুকুর লেলিয়ে দিয়ে
ভদ্রাসনে বসে আছো, তোমরা মানুষ?
মন্তব্য করুন