একদিন আয়নায় আমি আমার প্রতিবিম্ব দেখছিলাম
আয়নাটা পথের ধারে লাশের দৃশ্য তোলে ধরলো
শকুন, শেয়াল আর ক্ষুধার্ত কুকুর ঝাঁপিয়ে পড়ছে তার বুকে, চোখে, মুখে
বাতাসে ছড়াচ্ছে বিকট দুর্গন্ধের যন্ত্রণা
আয়নার সামনে আমি
যতই সামনে যাই, চেহারা ভাসে না চোখে, কেবলই লাশ
তবে কি আমার আমি গলিত লাশ হয়ে পড়ে আছে পৃথিবীর পথের ধারে?
এই মুখ, এই বুক ছিড়ে খাচ্ছে কুকুর, শেয়াল?
প্রাণের সঞ্চার ছাড়া পারবো না উঠে দাঁড়াতে, তাড়াতে শকুন?
মুসা আল হাফিজ! তুমি কোথায় পাবে প্রাণের আবহায়াত?
অতঃপর রাতে
সুন্দরের অশ্বারোহী ডাকলো আমাকে
সে বললো- ওহে মৃত, প্রাণ চাও, প্রাণ?
স্বার্থের শকুন, লোভের শেয়াল আর ক্রোধের কুকুর থেকে মুক্ত মহাপ্রাণ?
প্রেমের সমুদ্রে তবে সপে দাও জীবন-মরণ। নতুবা তোমার লাশ
পৃথিবীতে কেবলই দুর্গন্ধ ছড়াবে।