আমি ও নিয়তি / মুসা আল হাফিজ

আমি সাঁপ হয়ে দংশন করলাম আমাকে
ওঝা ওঝা বলে চিৎকার করলাম

বলা হলো তুমিই ওঝা হয়ে যাও

আমি এক তৈলাক্ত বাঁশ, যে বাঁশ বেয়ে মাথায় উঠার কাজটিও আমার

আমাকে বানিয়েছো বাঁশি আর সমজে দিয়েছো
লাল তরবারির কাজ
পরে যখন তরবারি হয়ে সমরের মাঠে ঝলসে উঠলাম
তখনই হুকুম এলো সুর তুলো হে বীণা!

একবার বারুদ আর আরেকবার গোলাপ বলে আমার ডাকনাম বদলানো হচ্ছে

সে দিন বলা হলো হত্যা করো
আমি হত্যাযোগ্য কাউকে না পেয়ে নিজেকে মেরে ফেললাম

পরে বলা হলো জন্ম দাও
মরা মানুষ জন্ম দেবে আবার কারে?

কিন্তু তোমার প্রেমোত্তাল সুরে সহসা সজাগ হয়ে
নিজের ভেতর থেকে জন্ম দিয়ে ফেলি এক মহাপৃথিবী

“আমি ও নিয়তি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] আমি৭০. তুমি আর আমি৭১. যে দান তোমার৭২. আমি ও নিয়তি৭৩. চিঠি৭৪. রুহ যখন জাগে৭৫. নরবলির […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান