আমি / মুসা আল হাফিজ

প্রবল প্রয়োজনে আমি নিজেকে খেয়ে চলছি
কেউ দেখছে না
দেখছে যখন খাচ্ছি ভাত আর মাছ

যুগ যুগ ধরে ঘরে বাইরে নিজেকে পরিধান করছি
তারা শুধু দেখলো মাথার টুপি !

নিজেকে যখন শরাব বানিয়ে পান করি হরদম
কেউ দেখেনি কভু
দেখলো যখন হাতে নিলাম কাচের পেয়ালা !

পথের ধারে লাশ দেখেছে তারা
জানলো না কেউ লাশটি আমার
হত্যাকারী আমিই !!

তারা হৈ চৈ করছে ভাত-টুপি, পেয়ালা আর লাশ নিয়ে !

আমি তখন বাতাসের চেয়েও গোপন রহস্যের ভেতর
আমার সাথে কথা বলছি মুখ ছাড়াই !

“আমি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] আছো?৬৭. আল মাহমুদের সঙ্গে৬৮. তুমি৬৯. আমি৭০. তুমি আর আমি৭১. যে দান তোমার৭২. আমি ও […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান