একদা বৃক্ষতলে / মুসা আল হাফিজ

কেউ তাকে করেছে আঘাত
নতুবা বাতাসে রোদন করে কেন ফিরে আমার কবিতা?

আকাশে ছড়িয়েছে কেউ কালের ক্যান্সার
নতুবা যক্ষার সাপ তার বুক জুড়ে
অগ্নিমেঘের ঢেউয়ে ফণা তোলে?

আমি চাই কারো মাঝে থাকবে না জখম
কোনো বুকে রোদন থাকবে না। সহাস্য আকাশ
আর প্রাণজাগা বিপুল কবিতা। বৃক্ষ নদী- নালা
বিহঙ্গ নারী পুরুষ সবাইকে
সুহৃদ করে যাতনার বল্কল
তুলে নিতে চাই।

চাই চাই বলে আমি
কালের কক্ষপথে
তুলেছি কোরাস

দীর্ঘদিন চলে যায়, কারো কোনো সাড়া শব্দ নেই!

একদা বৃক্ষতলে পরিশ্রান্ত আমাকে
কেউ ডেকে বললো
ক্লান্ত হয়ো না

সৃষ্টির কল্যাণ চেয়ে মূলত তুমি চেয়ে বসেছো
বন্ধুত্ব আল্লাহর।

“একদা বৃক্ষতলে / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] আয়ুর আয়াত৫৭. ফুটবল৫৮. একদা বৃক্ষতলে৫৯. তোমরা কেন?৬০. উছলানো সবুজ৬১. বিমুখ […]

    Like

মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল