তোমরা কেন? / মুসা আল হাফিজ

তিমির বুকে ডুব দিয়ে রই
এই ই ভালো
তোমরা কেনো আবার দুঃখের
আগুন জ্বালো

তোমরা কেন আমার ঘরে
জ্বালছো বাতি
সঘন তিমির চাই যে আমি
দুহাত পাতি

চাই যে আমি লুকিয়ে থাকা
আঁধার বুকে
দগ্ধ হৃদয় আলোয় দেখে
ফেলবে লোকে!

“তোমরা কেন? / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] আয়াত৫৭. ফুটবল৫৮. একদা বৃক্ষতলে৫৯. তোমরা কেন?৬০. উছলানো সবুজ৬১. বিমুখ নিয়তি৬২. […]

    Like

মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল