মা / মুসা আল হাফিজ

গভীর গভীর মনোহর
গভীর গভীর ঐন্দ্রজালিক
আমার মা
মহামানবের শান্তির পতাকার মতো শ্বাশ্বত

মৃত্যুহীন, প্রশান্ত
আলোসমুদ্রে মায়ের চোখ
ঈভের ঐশ্বর্যের প্রতিবিম্ব

মা- সনাতন সত্যের দুধে আল্লার মমতা
মা- পৃথিবীর ভয়ার্ত কোকিলের নিকুঞ্জনিরাপদ

মা!
মা!
মা!
ফেরেশতাদের এই আর্তনাদের অহংকার নেই
আছে আমার
আমারই তলোয়ার
যা দিয়ে লড়ি
সিজারের মতো ছিন্ন করি পরাজয়প্রস্তুতির বুক
ভ্রান্তির বাক কিংবা ছদ্মবেশী মৃত্যুর ছক

মা।
বস্তি-বধ্যভূমি উদয়াস্তে হৃদয়ের আওয়াজ
তারই রহস্য উচ্চারণ করছি, দোলছে আকাশ

দেবতা লুটিয়ে পড়ো, লুটিয়ে পড়ো
উজ্জীবিত যৌবন

মা।
সভ্যতার শস্যমাঠে স্বপ্নের সাঁতার

ডান দিয়ে মমতার জল আর
বামে শুধু অফুরন্ত মহিমা

“মা / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] ০১. এখানে এখন০২. দার্শনিকের প্রতি০৩. তোমার প্রতি০৪. তখনও লিখব প্রেমের কবিতা?০৫. তোমার আচরণ০৬. নিবেদনের কবিতা০৭. তিনি০৮. মদকাব্য০৯. অন্বেষণ১০. শ্রমিক১১. কাকগীতি১২. নমরুদের শ্বেতপত্র১৩. পুঁজির অরণ্যে১৪. প্রতীক সে নফসের১৫. তোমার রহস্যে১৬. তৃতীয়বিশ্ব১৭. পাঠ১৮. অনিবার্য১৯. দুঃসহ রাত্রি এলে২০. প্রশ্ন২১. আজ রাতে তারাগুলো২২. নদী২৩. নতুন দিনের কাব্য২৪. রাতজাগা মানুষের পিছে২৫. গণিত২৬. টিউমার২৭. সেজদা২৮. মহাবিশ্বের করতালি২৯. আমোঘ সাইরেন৩০. লাশের অট্টহাসি৩১. ট্রেন৩২. পথ৩৩. বাকার বর্ণনা৩৪. বোধনজলে৩৫. সমস্যা!৩৬. সেলফি৩৭. সত্যের চাটি৩৮. পরম প্রান্তরে৩৯. আদমের আত্মজীবনী থেকে৪০. ঈভের হ্রদের মাছ৪১. কবিতার ঝড়৪২. রাত্রের কবিতা৪৩. অন্ধগলির কবিতা৪৪. প্রিয় মুখ!৪৫. এখানে কালের পাখি৪৬. শাশ্বতমুগ্ধ৪৭. ক্ষুধার্ত পৃথিবীর৪৮. পৃথিবীর আদিঅন্তে৪৯. উদ্ভাস৫০. মা […]

    Like

মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল