হে পৃথিবী, খাও! / মুসা আল হাফিজ

তুমি আমাকে খাবে?
খাও

তুমি কি জানো কী খেতে যাচ্ছো?
নায়াগ্রার রক্তপাত,তাতার তেজের দীর্ঘশ্বাস,
কাকের চুলের রাত্রি আর না-জীবন,
না-মরণের চিৎকার!

জীবনকে আমি চাইনি সীমাবদ্ধতার দোষে
মরণকে আমি চাইনি যোগাযোগের বিভ্রাটে!

যদি আমাকে খাও
ক্ষুধা যাবে বেড়ে!
ঝড়-বাদল,খরা
হত্যা- রাজনীতি,
সেনানিবাস, রোকেয়া হল
সমুদ্র সৈকত, বহুজাতিক চুক্তি
সব তুমি খাবে

শুধু বেড়ে চলবে ক্ষুধা

আমাকে খেয়ে ক্ষুধা বাড়লে আরো বেশি আমাকেই খাবে!
খাবে ব্যাবিলন, হরপ্পা, সমতট
কিংবা ইনকা, মেসোপটেমিয়া!

খাবে, দ্রাবিড়, মোঙ্গল, হুন, শকের শিকার!
খাবে বোধিবৃক্ষ, বেদের উদ্যান, নাজারাতের ফল
খাবে, হোমার- চার্বাক, সোলান
প্লেটোর তরকারি

আমাকে খাবে বলে যা খাচ্ছো
তা পূর্ণত আমি নই

কিন্তু আমাকেই খাচ্ছো এতক্ষণ!

আমি মূলত না খাদ্য না ক্ষুধা
না দৃশ্য না অদৃশ্য, না রাত না দিনের অদেখা প্রান্তরে মধুময়
আগুনের ভেতর চিরদিনের বেহালায় সুরারোপ করছি
পরম সুন্দরের!

আমাকে খাবে?
খাও সেই সুধার নিস্বন!

“হে পৃথিবী, খাও! / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] জাগে৭৫. নরবলির দুধ৭৬. পরম সাঁতার৭৭. হে পৃথিবী, খাও!৭৮. ভোরের দেয়ালিকা৭৯. দৌড়৮০. আছে৮১. […]

    Like

মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল