ইনসাফের প্রতি খোলা চিঠি / মুসা আল হাফিজ

বহুদিন পর চেতনায় উড়াল দিলো
একটি অশ্রান্ত দোয়েল
তার ডানা থেকে ঝরছে বিষাদের ধুলো
কণ্ঠে হাহাকার করছে কালের মর্সিয়া

প্রশান্তির পিপাসা নিয়ে অরণ্যে পা বাড়াই
সেখানে বৃক্ষের বুকচাপড়ানো আর
কান্নার মতো হু হু হাওয়া
গা ছমছম ঝোঁপঝাড়ে ওঁৎ পেতে আছে আঁধারের তক্ষক
সুরের শরবত নেই , অরণ্যে কেবলই ঝিঁঝিঁর ঝঙ্কার

নদীও তো কোথাও আবৃত্তি করছে না চর্যাপদ
একটি ক্ষুধার্ত ভ্রমর জানিয়ে গেলো
বাগানে একটি ফুলও আর ফুটবে না
রাত্রির নিঝুম প্রহরে সিদ্ধান্ত হয়েছে

হ্যাঁ , তোমার অনুপস্থিতির ব্যথায় উত্তপ্ত দীর্ঘশ্বাসে
নিসর্গকে কাঁপিয়ে দিচ্ছি , শুধু আমি নই
আমার সঙ্গে পাখি ফুল বৃক্ষ নদী
শোকের পোশাক পরে বিষণ্ন নিথর!

সামুদ্রিক প্রতীক্ষাকে করপুটে নিয়ে
তরঙ্গিত চক্রমণে মেঘপুঞ্জে হাত রাখি
মেঘমালা গলে হলো শ্রাবণের ঢল
সেই থেকে তোমার জন্য আকাশের কাজল ঝরে বর্ষার মর্সিয়ায়

তোমার জন্য শতাব্দীর খানাখন্দে কবির শোকাশ্রু
ছুটন্ত হরিণীর শোণিতে শরাহত ব্যথানল
বিনিদ্র চাঁদ আর নক্ষত্রের বিলাপে দিগন্তের বুক হলো দুঃখের স্টেশন
তোমার জন্যে চূর্ণ হলো অন্তর্গত কাচের দেয়াল

তোমার অনুপস্থিতিতে বোধহীন খুলে বসেছে বোধের দোকান
সাম্য ও শান্তির দেহ পেঁচিয়ে প্রেমের সুতনু গিলছে অজগর।
তার বিষাক্ত নিশ্বাসের মাঝে দুর্বিনীত মানবশিশু
মহাচেতনার দর্পণ হাতে সুস্থির চুম্বনের মতো দাঁড়িয়ে আছে

তুমি না এলে পৃথিবীটা তার বেদনার পাণ্ডুলিপি।

“ইনসাফের প্রতি খোলা চিঠি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] ০১. এখানে এখন০২. দার্শনিকের প্রতি০৩. তোমার প্রতি০৪. তখনও লিখব প্রেমের কবিতা?০৫. তোমার আচরণ০৬. নিবেদনের কবিতা০৭. তিনি০৮. মদকাব্য০৯. অন্বেষণ১০. শ্রমিক১১. কাকগীতি১২. নমরুদের শ্বেতপত্র১৩. পুঁজির অরণ্যে১৪. রুমীর বিলাপ১৫. তোমার রহস্যে১৬. তৃতীয়বিশ্ব১৭. পাঠ১৮. অনিবার্য১৯. দুঃসহ রাত্রি এলে২০. প্রশ্ন২১. আজ রাতে তারাগুলো২২. নদী২৩. নতুন দিনের কাব্য২৪. রাতজাগা মানুষের পিছে২৫. গণিত২৬. টিউমার২৭. সেজদা২৮. মহাবিশ্বের করতালি২৯. আমোঘ সাইরেন৩০. লাশের অট্টহাসি৩১. ট্রেন৩২. পথ৩৩. বাকার বর্ণনা৩৪. বোধনজলে৩৫. সমস্যা!৩৬. সেলফি৩৭. সত্যের চাটি৩৮. পরম প্রান্তরে৩৯. আদমের আত্মজীবনী থেকে৪০. ঈভের হ্রদের মাছ৪১. কবিতার ঝড়৪২. রাত্রের কবিতা৪৩. অন্ধগলির কবিতা৪৪. প্রিয় মুখ!৪৫. এখানে কালের পাখি৪৬. শাশ্বতমুগ্ধ৪৭. ক্ষুধার্ত পৃথিবীর৪৮. পৃথিবীর আদিঅন্তে৪৯. উদ্ভাস৫০. মা৫১. আজ৫২. গন্তব্যঘর৫৩. ভালোবাসার রাত৫৪. মৃত্যু৫৫. প্রেমতত্ত্ব৫৬. আয়ুর আয়াত৫৭. ফুটবল৫৮. একদা বৃক্ষতলে৫৯. তোমরা কেন?৬০. উছলানো সবুজ৬১. বিমুখ নিয়তি৬২. প্রভু৬৩. আধুনিক ইশ্বর৬৪. আরেক পৃথিবী৬৫. তিয়াস৬৬. কেমন আছো?৬৭. আল মাহমুদের সঙ্গে৬৮. তুমি৬৯. আমি৭০. তুমি আর আমি৭১. যে দান তোমার৭২. আমি ও নিয়তি৭৩. চিঠি৭৪. রুহ যখন জাগে৭৫. নরবলির দুধ৭৬. পরম সাঁতার৭৭. হে পৃথিবী, খাও!৭৮. ভোরের দেয়ালিকা৭৯. দৌড়৮০. আছে৮১. নদী৮২. আগুনের মা৮৩. আজ কার জন্ম হয়েছিলো?৮৪. সাম্প্রতিক পৃথিবী৮৫. সত্ত্বার সংগীত৮৬. নাটক৮৭. গণতন্ত্র৮৮. লোকটি৮৯. পাগল লোকটি৯০. আকাশে মার্চপাস্ট করছে ঈদের সকাল৯১. ইনসাফের প্রতি খোলা চিঠি […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান