আয় আয় চাঁদ মামা খোকা ধরে বায়না
এদিকে খোকার বাপ ভেবে কুল পায় না
রাত্রি পোহায় না পাখি গান গায় না
কিছু বোঝা যায় না অন্ধকারে
ওরে আয় সুবাতাস এই বন্ধদ্বারে।
রোদ ঝড় বৃষ্টি, আসুক তুফান
নেতা যদি দেন শুধু চায়ের যোগান
বিকল্প নেই তার দিচ্ছি শ্লোগান
এটা ওটা সেটা সবই তার অবদান
এই ব্রিজ কার্লভাট সবই তার অবদান
এই প্যান্ট জুতো শার্ট সবই তার অবদান
এই ফাউ ঠাটবাট, এই নড়বড়ে খাট
জানে গোটা তল্লাট সবই তার অবদান।
নীতিহীন রাজনীতি বেচে খায় সম্প্রীতি
স্বৈরাচারের ভীতি ছড়িয়ে হাওয়ায়
বিষাক্ত পরিবেশে প্রাণ যায় যায়
ভাই তবু নিরুপায়
প্রতিদিন কেটে যায়
যেভাবেই হোক এর প্রতিকার চাই।
ক্যাম্পাস রাজনীতি সেতো পুরাতন স্মৃতি
আসলে পরিস্থিতি বর্তমানের
তোষামোদ, খোশামোদ, নির্যাতনের।
নাই এর প্রতিকার?
বলো বলো দায় কার?
এই মসনদ কার?
এই খুন, টেন্ডার?
স্বীকৃত চাঁদাবাজ
কার পরিচয়ে রাজ
করে এ ক্যাম্পাসে?
কার কথায় নাচে
সব কাঠের পুতুল
তার উপড়াতে মূল
হাতে হাত রাখো আজ
তোলো বিকট আওয়াজ।
যদি হয় জাগরণ তবে কে নিষ্পেষণ
করে দমাতে পারে?
এই দেশ আমাদের
আজ বন্দী কাদের হাতে? মুক্ত করো,
এই বিষাক্ত পরিবেশ একটি শিশুর উপযুক্ত করো;
জাগো জাগো হে তরুণ
কেনো শীতল এ খুন
কেনো বুকের আগুন নিভে যাচ্ছে তোমার?
তোলো চওড়া কাঁধে এই দ্বায়িত্ব ভার।
দেখো জীর্ণ সমাজ কাঁদে অন্ধকারে
যত দূর্বল বলি হয় নির্বিচারে।
২৪/০৯/২২
মন্তব্য করুন