হাজার ফুলে ধন্য বাগান
ভাবো একবার শুধু তুমি নেই
কি হবে বাগান থেকে তোমার নামে
যেখানে তোমার কোনো ভূমি নেই?
বন্ধু, তুমি কি ভুলে গেছো তোমাকেই??
অন্যের পায়ে পায়ে চলছো তুমি
অন্যের কথাগুলো বলছো তুমি
তোমাকে নিয়ে কে ভাববে বলো
আমলের খাতা হাতে দাঁড়াতে হবে
স্রষ্টার সম্মুখে তোমাকেই।।
সবচে কাছের যে
চোখ তাকে চিনেছে
দ্বিধাহীন চিত্তে কি বলতে পারো?
মিছে কেনো ভাবছো
নিজেকে চেনার বাকি রয়েছে আরো।।
নিজেকে তালাশ করো
নফসের হাল ধরো
সাড়া তো দেবেন তিনি তোমার ডাকেই।
২৪/০৯/২২