একদিন তুমি আমি সত্যিই
স্বপ্নের পৃথিবীতে রবো না
বঞ্চিত মানুষের সামনে
আমাদের কথাগুলো কবো না।।
সেদিন কি নিভে যাবে সূর্য? (না না না…)
আমরাও আশাহত হবো না।
ভাতঘুমে কেউ রবে ঘুমিয়ে
কেউ রবে অভুক্ত সারাদিন
হয়তো এ বিভেদের বেড়াজাল
কোনোদিন দূর হবে না।।
তখনও কি কিছু পাখি থাকবে?
শপথ নেবে- চুপ রবো না…
(থাকবে থাকবে থাকবে)
তাই আমরাও আশাহত হবো না।
পাঁচতারা হোটেলের লবিতে
যাতায়াত হবে কারো নিত্য
কারো কারো পরিচয় সেদিনও
রয়ে যাবে পুরাতন ভৃত্য।।
তখনও কি কিছু পাখি থাকবে?
শপথ নেবে- নিচু হবো না…
(থাকবে থাকবে থাকবে)
তাই আমরাও আশাহত হবো না।
২০/০১/২৩
মন্তব্য করুন