কিছু তার গন্ধে আমি পাগল হলাম
কিছু তার রূপ দেখে,
কিভাবে ছড়ায় অমন সুরভী সে
কিভাবে ভোলায় অমন চুপ থেকে!!
সে যখন চলে পায়ের আওয়াজে তার বন মাতে
সে যখন বলে সুরের ইন্দ্রজালে মন মাতে
নিজেকে মুক্ত করার খায়েশ আমার নেই হয়ে যায়
তার কাজল ভরা হৃদয়হরা কূপ থেকে।
সে যখন ঘুমায় যেনো চুপ হয়ে যায় ঘড়ির কাটা
যেনো তার নিয়ন্ত্রণেই আজ এ নদীর জোয়ার ভাটা।
আমি চাই বুঝতে তাকে,
সে যেনো লুকিয়ে রাখে
নিজেকে, পুড়তে থাকা আগরবাতির ধুপ থেকে।
৩০/০১/২৩
মন্তব্য করুন