এই সুর হারানো রাত যে একা কাটছে না
থমকে গেছে সময় যেনো হাঁটছে না,
মনের কথা পড়বে এমন দৃষ্টি কার
কার ছোঁয়াতে মিটবে এ ঘোর অন্ধকার।।
তারায় তারায় রুগ্ন আলো
কে বা চাঁদের মুখ পোড়ালো,
শাশ্বত প্রেম, আলোর সাথে দ্বন্দ্ব কার?
ব্যথার ভারে ন্যুব্জ মনে
কে আসে যায় খুব গোপনে
হঠাৎ ধরে হারিয়ে ফেলি ছন্দ তার!
০৬/০২/২৩
মন্তব্য করুন