তোমাদের ঘ্রাণ নিতে
কখনোও নামিনি যে পথে
সে পথেই দল বেধে কেনো ফুটে থাকো?
কিছুই বলোনা তবু কেনো যেনো মনে হয়
আমাকেও ফুল হতে ডাকো!
চোখ নেই, তবু চেয়ে থাকো….
১০/০৩/২৩
তোমাদের ঘ্রাণ নিতে
কখনোও নামিনি যে পথে
সে পথেই দল বেধে কেনো ফুটে থাকো?
কিছুই বলোনা তবু কেনো যেনো মনে হয়
আমাকেও ফুল হতে ডাকো!
চোখ নেই, তবু চেয়ে থাকো….
১০/০৩/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান