হারানোর পথ কার জানা / সাইফ আলি

হারাবার পথ কার জানা?
হারাতে যে চায়
বাতলাও হারানোর পথ,
কেনো তাকে ধরে আনো,
বেঁধে রাখো আঁটোসাটো করে?
থাকতে যে চায়, কখনো তো হাত ধরে
কাছে টেনে করোনা আপন…
আমিও হারিয়ে যাবো দেখো, হৃদয়ের পিঞ্জরে
খুব করে বাঁধবে যখন।

১০/০৩/২৩