অনুকবিতা ৪৫ / সাইফ আলি

পথের কাটারা থাক জেগে
ক্লান্ত দুচোখ যেনো ঘুমিয়ে না পড়ে,
এলোমেলো ভাবনার ভারে
বিচ্যুত হলে যেনো
আমার পক্ষ হয়ে লড়ে।

১০/০৩/২৩