তোমাকে খুশি করতে গিয়ে
বাধ্য হলো বোশেখের ঝড়
আকাশ উন্মুক্ত হলো, আরও বেশি উদার হলো মেঘ
তোমাকে খুশি করতে গিয়ে
বেহিসেবী যুবকের মন
শামুকের মতো করে নিজেকে গুটালো
মিতব্যয়ী হলো দুই হাত;
তোমাকে খুশি করতে গিয়ে
যা কিছুই ডান হলো বাম,
সব আঞ্জাম
শেষ করে আজ অবশেষে
সকল খুশিরা গেলো ভেসে!
১৩/০৪/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান