যেই বাতাসে গন্ধ তোমার
সেই বাতাসে উড়ি
ও ফুল নেই তো তোমার জুড়ি…
তুমি ফুটলে যখন আকুল হলো বন
নিশি কালো রাতের কেশে তারার আভরণ
তুমি করলে চুরি মন,
তুমি করলে চুরি…
পাহাড়ি ফুল পাথর গলে এমন তোমার জ্যোতি
হাত পেতেছি হিসেব করে দেখিনি লাভ ক্ষতি।।
তুমি ঠিক করো দিনক্ষণ
আমি হৃদয় দিয়ে মোহর তোমায় করবো আলিঙ্গন।।
ও ফুল নেই তো তোমার জুড়ি
তুমি ঝর্ণা হলে আমি জলে ডুবতে থাকা নুড়ি…
১৯/০৭/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান