জীবনের পথে এইসব টুকিটাকি / সাইফ আলি

এখনো অনেক শব্দ না বলা কথার রাজ্যে
এখনো অনেক পালক দেখেনি আকাশ কিভাবে
নীল হয়ে যায় লাল হয়ে যায়
মেঘে মেঘে হয় ধুসর কখনো কালো
এখনো অনেক দৃষ্টি মাখেনি আলো;
এখনো অনেক স্বপ্ন দেখার রাত্রি
বাকি রয়ে গেছে; যাত্রী,
যাত্রা পথের ধুলোয় এখনো পড়েনি অনেক পা
যাত্রা থামিও না।

এখনো অনেক ঘুড়ি ওড়াবার দিন
গল্প শোনার রাত,
গেঁয়ো বাড়িটার ভাঙা চৌকিতে বসে
নিরবে তাকিয়ে আছে
জানালার কাছে
টায়ার ছোটানো বন্ধুর সেই নিরব ইশারা;
হাওয়ায় মিঠাই টুং টুং করে ঘন্টা বাজানো লোকটার সেই
ছোটো খদ্দের এখনো অনেক দেখেনি পৃথিবী।

এখনো অনেক সাইকেল দিন
বিশ্ব ভ্রমণ বাকি,
এখনো অনেক ভালোবাসাদের
পিছু নিয়ে হাটা বাকি;
এখনো অনেক ভয়ে ভয়ে রাতে দরজায় পাতা কান
শোনেনি বাবার ঘর তাড়ানোর হুমকি।
বাঁশঝাড়ে আজো জোনাকি জ্বলায় চুমকি,
দেখা হয়ে ওঠে নি;
এখনো অনেক ফুল ফোটা বাকি
সব ফুল ফোটেনি।

এখনো অনেক শব্দ রয়েছে বাকি
জীবনের পথে এইসব টুকিটাকি।