‘খোকন সোনা তুমি কি ঐ
চাঁদকে ভালোবাসো
ফুলকে ভালোবাসো
পাতার ফাঁকে লুকিয়ে
থাকা
ছোট্ট পাখিটাকে
কিংবা রাতের আঁধারে
যেই
জোনাক জ্বলে থাকে?
খোকন সোনা তুমি কি ঐ
সাগর ভালোবাসো
ঝর্ণা ভালোবাসো
একে-বেঁকে বয়ে চলা
ছোট্ট নদীটাকে
কিংবা সবুজ মাঠের ফসল
নদীর বাঁকে বাঁকে?’
‘ফুলকে আমি ভালোবাসি
ভালোবাসি চাঁদকে,
পাখি ডাকা সকাল আরো
জোনাক জ্বলা রাতকে।
ভালোবাসি সাগর নদী
ঝর্ণা এবং সবুজ মাঠ,
সব মানুষের ভালোবাসা
ভালোবাসার প্রথম পাঠ।’

মন্তব্য করুন