শিউলি চারার প্রথম ফোঁটা ফুল
শুকনো শেষের বীজ
একটা হলো খুকুর কানে দুল
একটা হলো নতুন চারা নিজ।
আমি হবো প্রথম থেকে শেষ
ফুটবো, যাবো ঝরে
ফুটলে লোকে বলবে আহা! বেশ
ঝরলে হবো চারাই রুপান্তরে।
আমার মতো তুমিও করো পণ
উর্ধ্বে তোলো হাত
তোমার থেকে নতুন অগনণ
সৃষ্টি হবে সারাটা দিনরাত।
ফুলের মত গাঁথেও যদি মালা
তোমায় আমায় নিয়ে
আত্মত্যাগে মিটবে বুকের জ্বালা
মিষ্টি বাসে ভরবো তাদের হিয়ে।

মন্তব্য করুন