ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি
কোথায় তুমি উড়বে;
সাদা মেঘের ভেলায় চড়ে
কোন সুদূরে ঘুরবে?
তুমি কি ওই পাখির মতো
আকাশ পানে ছুটবে;
চাঁদের মতো জোছনা দিয়ে
হৃদয়টাকে লুটবে?
তুমি কি ওই নাওয়ের মতো
নদীর জলে ভাসবে;
ভোরের রাঙা সূর্য হয়ে
মিটমিটিয়ে হাসবে?
ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি
হৃদয় তীরে ভীড়বে;
দেশ বিদেশে ভ্রমন শেষে
আপন নীড়ে ফিরবে।

মন্তব্য করুন