সবাই বলে এই মাটিতে
মা গিয়েছে মিশে,
আমি দেখি মায়ের হাসি
একটি ধানের শীষে।
সবুজ পাতায় মুখ লুকিয়ে
টুনটুনিটা ডাকে’
ঘাসের বুকে শিশির জমে
নদীর বাঁকে বাঁকে।
সেই শিশিরে ভোর না হতেই
হীরে মানিক জ্বলে,
রূপ যেনো তার মায়ের মতো
টুনটুনি তাই বলে।
নীল শাড়িটা আকাশ নিলো
সবুজ নিলো বন,
মাটির সাথে মিশলো আমার
বাংলা মায়ের মন।
সকাল হলে মুখ দেখি তার
রাত্রে কালো কেশ,
দেশের মতো মা যে আমার
মায়ের মতো দেশ।
কিশের পাতা মার্চ ২০১৯ সংখ্যায় প্রকাশিত

মন্তব্য করুন