অকাট্য যুক্তিতে সাজিয়েছো যে প্রেমের ডালি
সে প্রেম কি কোনোদিন হৃদয়ের কাশফুল ছোঁবে,
গোধুলির সূর্য কি কোনোদিন বেদনার
নীলচে আকাশ আওরোবে?
শাদা মেঘ বললেই শরতের মেঘ কেনো ভাবো
আষাঢ়ের ভরা বুক কার্পাস মেঘেই সাজাবো…
অকাট্য যুক্তিতে সাজিয়েছো যে প্রেমের ডালি
সে প্রেম কি কোনোদিন হৃদয়ের কাশফুল ছোঁবে,
গোধুলির সূর্য কি কোনোদিন বেদনার
নীলচে আকাশ আওরোবে?
শাদা মেঘ বললেই শরতের মেঘ কেনো ভাবো
আষাঢ়ের ভরা বুক কার্পাস মেঘেই সাজাবো…