সাগরও শুকিয়ে যাবে একদিন
পাহাড়ও তুলো হয়ে উড়বে
মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন
পাথর জ্বালনি হয়ে পুড়বে।।
তবে আর ভরসার কি থাকে আমার
প্রভু, চাইছি কেবল শুধু তোমার দিদার…
এ চোখ সাক্ষ্যি হবে দেখা না দেখার
এ কান সাক্ষ্যি হবে কি শুনেছি তার
এ হাত বলবে কথা, শুধু অসহায়
নিরবে দাঁড়িয়ে আমি থাকবো;
তোমাকেই মনে মনে ডাকবো।
ক্ষমা করো দিও প্রভু সে কঠিন দিনে
সহজ করে দিও হিসেব আমার।।
মাটির শরীরে তুমি দিয়েছো কি ক্ষুধা
কবরের মাটি ছাড়া ভরে না,
সে ক্ষুধার কাছে তুমি অসহায় করে
ছেড়ে দিও না…
হাউজে কাওসার সেদিন তোমার
আরশের ছায়া শুধু তোমার অধিকার
ইয়া নাফসি মুখে শুধু আমি অসহায়
ক্ষমার আশায় বুক বাঁধবো;
তোমার দুয়ারে প্রভু কাঁদবো।
ক্ষমা করো দিও তুমি সে কঠিন দিনে
সহজ করে দিও হিসেব আমার।।
মন্তব্য করুন