খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর / সাইফ আলি

খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর যাবে হে জননী?
উল্টেছে পায়েসের থালা, দুধের বাটিটা
আমাদের মুখে মুখে সোনার চামচ!
শূন্য চামচ করে আয়নার কাজ, মলিন ঠোঁটের ছবি
তিলহীন ঠোঁট কাপে কান্নায় ক্ষোভে
তোমার ছেলেরা মাগো খাবারের লোভে
তোমার আচল বেচে বনে গেছে বিরাট বণিক
অথচ গোলায় তার তিনবেলা ব্যাঙের বিলাস!