ফের তুমি ভেবে দেখো
ফের তুমি একবার ভেবে দেখো মা
প্রসব বেদনা শেষে দেখতে হবে কি কোনো ধর্ষক আচলে তোমার-
ফের তুমি একবার ভেবে দেখো মা;
তোমার মেয়ের লাশ সবুজের বুকে
এঁকে দেয় পতাকা তোমার।
আমাদের চেতনারা উলঙ্গ নর্তকী, নাচে;
টকশোর ফুটো দিয়ে চোখ রাখি হতাশার অসুস্থ বুকে।
ধুকে ধুকে শেষমেশ আবার নতুন কোনো ধর্ষক আসবে কি না-
একবার ভেবে দেখো মা।