একই সে জলের ধারা দুটি ভাগে গড়ালো খানিক
আমরা তাদের দুটো নাম দিই বলি দুই নদী
উভয় নদীর তীরে জমে ওঠে লোকালয় আর
কিছুদূর গিয়ে তারা সমুদ্রে মিশে যায়; যদি
এভাবেই সবকিছু মেনে নেয় পুরোনো শরীর
কিসে থাকে ভেদাভেদ, কিসের অহঙবোধ
আামাদের ঘিরে রাখে সুনিপূণ ঘৃণায় বিবাদে!
আমরা ছিলাম এক, মিশে যাবো একই পরিচয়ে।
মানব মানসে ঘুন, খুন হয় মানবতা জানি
মানুষেরই হাতে। ভীনগ্রহী খুঁজি তবু হায়
আমাদের বিছানায় খাটে; হয়রান হয়ে জাগি,
ভীত চোখে পাশ ফিরে শুই; অবিশ্বাসের চোখে
ঘুরে ঘুরে দেখি প্রিয় মানুষের মুখখানি পাশে
কেমন ঘুমিয়ে থাকে! সেও বুঝি ভিন্ন কোনো নদী!!