মাটির ফাটল মেপে বলে দিলে দুর্যোগ,
বেলা শেষে বৃক্ষের
শোনা গেলো নতুন পয়ার।
মেঘের নিমন্ত্রণে ঝড় এলে দরজায় খিল,
বাহির বাটিতে শুধু বেজে গেলো বৃষ্টি-নুপুর।
একবার প্রকৃতির কাছাকাছি হও
মুখ ফুটে নয় শুধু মন থেকে দুটো কথা কও;
তারপর নিজেকেই পাঠ করে দেখো তুমি ফের,
নিজেকেই চিনবে আবার।
মন্তব্য করুন