যে ফুল বাতাসের ইশারা বুঝলোনা
নিজের সৌরভ মাখলো একা একা
সে ফুলে মধুকর কখনো আসবে না
সে কোনো ফুল নয় বলবে প্রজাপতি।
যে মেঘ বৃষ্টির বার্তা আনলো না
বাতাসপিঠে তার অযথা ঘুরাঘুরি
কখনো জাগাবে না নতুন প্রান কোনো;
কেবলি মেঘ সে কি ভাঙায় নিরবতা?
এমন ফুল মেঘ কবে কে চেয়েছিলো
কবে কে গেয়েছিলো এদের গুণগান?
মন্তব্য করুন