পাল্টে ফেলার দৌড়ে তিনি এগিয়ে আছেন শ’বার-
পাল্টে ফেলুন তাবৎ কিছু হোক যা কিছু হবার
পাল্টে ফেলুন সখের বেলুন ভিন্ন কাজে লাগান
নিজের ভেতর পাল্টে ফেলার স্বপ্নটাকে জাগান।
পাল্টে ফেলা খুব জরুরি পাল্টে ফেলুন কানুন
পাল্টে ফেলে সব পুরাতন নতুন কিছু আনুন
আকড়ে ধরে আর কতকাল আদীম হালে বাচা
ইচ্ছে হলে মাকে মু আর বাপকে বলুন চাচা।
পাল্টে ফেলুন হিসেব নিকেষ, দিন চলে যাক রাতে
এই জামানায় শক্তি সবই আম জনতার হাতে,
তন্ত্রবলে (গণতন্ত্র) সূর্যটাকে চাঁদ করে দেন আজই
পৃথীবিকে প্লুটোর পাশে ভাবতে বলুন, রাজি।
পাল্টে ফেলার চমৎকারী পাওয়ার নিয়ে নেতা
দাঁড়িয়ে আছেন পারলে এবার ভোট দিয়ে কেউ জেতা,
একটা শুধু দুর্বলতা, পাল্টাবেনা নিজে;
সমস্যাটা উনার না ঠিক সমস্যাটা বীজে।
মন্তব্য করুন