ছুতা ধরে গুঁতা মারে
সুতা দিয়ে মাপ দেয়
লাথি দিয়ে হাতি মারে
বুকে ধরে চাপ দেয়।
জনতার নেতা তিনি
সাতমার পালোয়ান
হুঙ্কারে খাট কাপে
মাঠ কাপে ফাটে কান।
তবে শুধু ভোট এলে
ঠোট ভরা হাসি তার
গরিবের বন্ধু সে
কুলি মুটে চাষী তার
ভাই লাগে বোন লাগে
প্রয়োজনে ভাইরা
ভোট শেষে নোট বোঝে
সবকিছু ছাইড়া।
29.10.18
মন্তব্য করুন